সম্প্রতি বাজারে আসে শাওমির নতুন ফোন মি মিক্স ৪। ফোনটিতে রয়েছে অ্যান্টি থেফট ফিচার। এর সাহায্যে ফোন হারিয়ে গেলেও মুহূর্তে তা আবার খুঁজে বের করা সম্ভব। এবার চীন সরকারের নির্দেশনায় এই ফিচারটি ফোন থেকে সরিয়ে নিয়েছে শাওমি।
চীন সরকার অভিযোগ করেছে, এই ফিচারে চীনের সব নিয়ম মানা হয়নি। ভার্চুয়াল সিম ও ই-সিম নিয়ে চিনের নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলী লঙ্ঘন করার কারণেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। যদিও, এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি শাওমি।
গত সপ্তাহে মি মিক্স ৪ লঞ্চের সময় অ্যান্টি থেফট ফিচার সম্পর্কে বিস্তারে জানিয়েছিলেন শাওমি প্রধান লেই জুন। তিনি জানান, গ্রাহকের প্রাইভেসি সুরক্ষিত রাখতে সব সময় তৎপর শাওমি।
এই ফোনে ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা অর্থাৎ আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করেছে বেজিংয়ের কোম্পানিটি।