আইকিউওও মোবাইলের নতুন সংযোজন করা হল আইকিউওও ৮। এই মোবাইলটি পূর্বের মোবাইলগুলোর মত বেশ উন্নত ফিচারের সাথে তৈরী করা হয়েছে। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার যার ফলে পছন্দের তালিকায় এই মোবাইলটি থাকতে সক্ষম হবে। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ফোনটির। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
আইকিউওও ৮ মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৭৬ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৮। আইকিউওও ৮ এর আয়তন দেওয়া হয়েছে ১৫৯X৭৫.১X৮.৬ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২০০ গ্রাম। ডিসপ্লে সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ও অপরটি হবে ১৩ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এই ফোনটির সাথে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, ও আই এস, ফেস বিউটি, টাইমলেপস ও পোরট্রেইট মোড এর সুবিধা। উভয় ক্যামেরাগুলোতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
আইকিউওও ৮ মোবাইলটির চিপসেট দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি। সি পি ইউ থাকবে অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬৬০। প্রসেসরটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে এর ফলে গেমিং, ভিডিও এডিটিং, ক্যামেরা সহ সবকিছুর জন্য খুব সুবিধা দিবে এই ফোনটি। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৮/১২ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি এর ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। আইকিউওও ৮ তে দেওয়া হবে ৪,৩৫০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটির ব্যাকআপ দিবে দুর্দান্ত। এছাড়া ব্যাটারিটির সাথে দেওয়া হবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ৩.৫ মিলিমটার অডিও জ্যাক এর সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। এই মোবাইলটির ফিচার আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
আইকিউওও ৮ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৯,৭৯৩ টাকা। সাদা, কালো এবং কমলা রঙ এ পাওয়া যাবে এই ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।