বাজারে আসার আগেই বেশ সাড়া ফেলেছে স্যামসাংয়ের দুটি ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জি ফোল্ড৩ ও গ্যালাক্সি জি ফ্লিপ৩। অন্তত ফোন দুটির প্রি-অর্ডার তা-ই বলছে। আজ নাগাদ দুটি ফোনের প্রি-অর্ডার হয়েছে ৪ লাখ ৫০ হাজার। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ। খবর কোরিয়া হেরাল্ড।
নতুন ফোল্ডেবল ফোন ফোল্ড৩ ও ফ্লিপ৩ আগাম বিক্রির দিক থেকে স্যামসাংয়ের জনপ্রিয় সিরিজ গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোটকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ফোল্ডেবল ফোন দুটি যে প্রি-অর্ডার পেয়েছে, তা গত বছর বাজারে আসা গ্যালাক্সি এস২১ থেকে দ্বিগুণ এবং গ্যালাক্সি নোট২০ থেকে দেড় গুণ বেশি।
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জি সিরিজ তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কোরিয়াভিত্তিক একটি সংস্থার পরিসংখ্যানে বলা হয়, গ্যালাক্সি জি ফোল্ড৩ ফোনের প্রি-অর্ডার করা ক্রেতার ৪৯ শতাংশের বয়স ২০ থেকে ৩০-এর কোটায়। অন্যদিকে গ্যালাক্সি জি ফোল্ড৩ ফোনের ৫৭ শতাংশ ক্রেতা এ বয়সসীমার।