আইকিউওও মোবাইল চলতি মাসে দুইটি ফোন লঞ্চ করতে চলেছে তার একটি হচ্ছে আইকিউওও ৮ এবং আইকিউওও ৮ প্রো মোবাইল। আজকে আমরা আলোচনা করব আইকিউওও ৮ প্রো মোবাইলটি নিয়ে। এই মোবাইলটির কনফিগার দেওয়া হয়েছে হাই কোয়ালিটির এছাড়া এর ক্যামেরা সেকশনটি দেওয়া হয়েছে অসাধারণ। এর অসাধারণ ফিচার আপনাকে মনোমুগ্ধ করবে। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
আইকিউওও ৮ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩২০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫১৮। এছাড়া এই ফোনটির সাথে মিলবে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৫X৭৫.২X৯.২ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২০৫ গ্রাম।
হার্ডওয়্যার:
আইকিউওও ৮ প্রো ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট, পোর্ট ৩.১ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.২, ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। আইকিউওও ৮ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য এখানে দেওয়া হয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জ এবং ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।
ক্যামেরাঃ
আইকিউওও ৮ প্রো তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৬ মেগাপিক্সেলের টেলিফটো ও অপরটি হবে ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ও আই এস, ফেস বিউটি, টাইমলেপস, পোরট্রেইট মোড এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।
মূল্যঃ
আইকিউওও ৮ প্রো মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৬৬,৭৩০ টাকা। সাদা এবং কালো রঙ এ পাওয়া যাবে এই ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।