ইনফিনিক্স আগামী মাসে তাদের নতুন দুটি স্মার্টফোন ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে, যাদের নাম ইনফিনিক্স হট ১১ এবং ইনফিনিক্স হট ১১এস। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, হট ১১এস ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকবে। আবার ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এখন লঞ্চের আগে একে গুগল প্লে কনসোল -এ দেখা গেল। পাশাপাশি ইনফিনিক্স হট ১১ ফোনটিও কিছু ফিচার সহ গুগল প্লে কনসোল -এ অন্তর্ভুক্ত হয়েছে। আসুন এখান থেকে ফোন দুটি সম্পর্কে কী কী তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
গুগল প্লে কনসোল থেকে আমরা জানতে পেরেছি, ইনফিনিক্স হট ১১ ফোনটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথে আসবে। যেখানে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে ইনফিনিক্স হট ১১এস ফোনে। আবার বেস মডেলে (ইনফিনিক্স হট ১১) ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। এতে ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে থাকবে, যার পিক্সেল ডেনসিটি ৪৮০ পিপিআই।
আবার এই ফোনটিকে এখানে ৪ জিবি র্যাম সহ দেখা গেছে। যদি আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ইনফিনিক্স হট ১১ অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।
অন্যদিকে কোম্পানির তরফে ইনফিনিক্স হট ১১এস ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকার কথা বললেও, গুগল প্লে কনসোল-এ একে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর সহ খুঁজে পাওয়া গেছে। এছাড়া এই ফোনে ১০৮০x২৪০৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে, ৪ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে।