পাঞ্চ হোল কোয়াড ক্যামেরা ও স্ন্যাপড্রাগন প্রসেসরসহ নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তরুণ ব্যবহারকারীদের আকর্ষণ করতে এবং বাজারে থাকা রিয়েলমি জিটি মাস্টার এডিশন, ওয়ানপ্লাস নর্ড ২, পোকো এফ৩ জিটি এবং এমআই ১১এক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই গ্যালাক্সি এ৫২এস ফাইভজি স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি।
ডুয়াল ন্যানো সিম ব্যবহারের সুবিধাযুক্ত স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি স্মার্টফোনে ওয়ান ইউআই৩-এর সঙ্গে অ্যান্ড্রয়েড ভার্সন ১১ দেয়া হয়েছে। এতে ৬ দশমিক ৫ ইঞ্চির ১২০ হার্টজের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেয়া হয়েছে। এর রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল।
স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি স্মার্টফোনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমেই ১ দশমিক ৮ ফোকাল লেংথের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সুবিধাযুক্ত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ও ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস স্মার্টফোন ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এজিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।