টিসিএল মোবাইল একসময়কার জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড। টি সি এল মোবাইলের একটি মোবাইল নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই মোবাইলটি হল টি সি এল এল১০ প্রো। এই মোবাইলটির কনফিগার দেওয়া হয়েছে অসাধারণ। এর মূল্যটি ও দেওয়া হয়েছে তূলানামূলক কম। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
টি সি এল এল১০ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.২২ ইঞ্চি বিশিষ্ট আইপিএস এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৫২০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৭০।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৫৯.২X৭৫.২X৮.৭ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৭৫ গ্রাম।
হার্ডওয়্যার:
টি সি এল এল১০ প্রো ফোনটির চিপসেট দেওয়া হয়েছে ইউনিসক এস সি ৯৮৬৩এ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে আই এম জি ৮৩২২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১০। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট, পোর্ট ৩.১ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৪.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। টি সি এল এল১০ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।
ক্যামেরাঃ
টি সি এল এল১০ প্রো তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পি ডি এ এফ এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।
মূল্যঃ
টি সি এল এল১০ প্রো মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২১,২৫৩ টাকা। শুধুমাত্র টাইটানিয়াম গ্রে রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।