রেডমি সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। রেডমি ১০ প্রাইম নামে বাজারে এ স্মার্টফোন উন্মুক্ত করা হয়েছে। গত বছরের আগস্টে রেডমি ৯ প্রাইম বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। ১০ প্রাইম সেটির আপডেটেড ভার্সন।
ডুয়াল সিম ব্যবহারের সুবিধাযুক্ত রেডমি ১০ প্রাইমে অ্যান্ড্রয়েড ১১ ও এমআইইউআই ১২.৫ প্রদান করা হয়েছে। স্মার্টফোনে ৬ দশমিক ৫ ইঞ্চির ১০৮০দ্ধ২৪০০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা দেয়া হয়েছে। ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট প্রদান করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ৪৫ হার্জ, ৬০ হার্জ, ও ৯০ হার্জে রিফ্রেশ রেট পরিবর্তন করা যাবে।
রেডমি ১০ প্রাইমে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এআরএম মালি জি৫২ এমসি২ জিপিইউ এবং ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআরফোরএক্স র্যাম দেয়া হয়েছে। এছাড়া এ ফোনে অতিরিক্ত ২ জিবি পর্যন্ত র্যাম বাড়ানোর সুবিধা রয়েছে। এটি মূলত মাল্টি টাস্কিংয়ের জন্য বিল্ট ইন স্টোরেজ ব্যবহার করে। স্মার্টফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য রেডমি ১০ প্রাইমে কোয়াড ক্যামেরা সেটআ দেয়া হয়েছে। প্রথমেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার প্রদান করা হয়েছে। রিয়ার ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
রেডমি ১০ প্রাইমে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এতে ১০ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে। হ্যান্ডসেটের সঙ্গে ২২ দশমিক ৫ ওয়াটের চার্জার ও ৯ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। বাজারে অ্যাস্ট্রাল হোয়াইট, বাইফ্রস্ট হোয়াইট ও ফ্যান্টম ব্ল্যাক এ তিন রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৪/৬৪ জিবির দাম সাড়ে ১৪-২০ হাজার টাকার মধ্যে এবং ৬/১২৮ জিবির দাম ১৭-২২ হাজার টাকার মধ্যে হতে পারে।