বাজারজাতের দিক থেকে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষ ওয়্যারেবল ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ১৯ দশমিক ৬ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষ ওয়্যারেবল ব্র্যান্ড শাওমি। দ্বিতীয় স্থানে ১৯ দশমিক ৩ শতাংশ শেয়ার দখলে রেখেছে অ্যাপল। সম্প্রতি বাজারে এমআই স্মার্ট ব্যান্ড ৬ এনেছে শাওমি। এ ব্যান্ড আসার ফলে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ক্যানালিসের গবেষক সিনথিয়া চেন বলেন, বাজারে দ্রুত সময়ের মধ্যে এমআই ব্যান্ড ৬ নিয়ে আসার সিদ্ধান্ত শাওমির একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। এটি শাওমির আগের ভার্সনগুলোর তুলনায় আরো বেশি আকর্ষণীয়।
তিনি বলেন, কম দামে অধিক ফিচার সমৃদ্ধ স্মার্টওয়াচ বাজারজাতে শাওমির নীতিগত সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় প্রান্তিকে ১৩ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রির সুযোগ করে দেয়।