স্লিম ডিজাইন, কোয়াড স্পিকার ও মিডিয়াটেকের হেলিও প্রসেসর নিয়ে বাজারে নিজেদের প্রথম প্যাড উন্মোচন করল চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি। রিয়েলমি প্যাডে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। সেই সঙ্গে ইউজার ইন্টারফেসে প্যাড স্কিনসহ রিয়েলমি ইউআই দেয়া হয়েছে। এ ট্যাবে ১০ দশমিক ৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ+২০০০X১২০০ পিক্সেলের ডিসপ্লে দেয়া হয়েছে। যার স্ক্রিন টু বডি রেশিও ৮২ দশমিক ৫ শতাংশ। অন্ধকারে চোখের ওপর চাপ কমাতে এ প্যাডে প্রিলোডেড নাইট মোড রয়েছে।
রিয়েলমি প্যাডে মিডিয়াটেকের হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাল্টি টাস্কিং সুবিধার জন্য এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। এ প্যাডে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা রয়েছে। প্যাডের ওজন ৪৪০ গ্রাম।
রিয়েলমি প্যাডে চারটি স্পিকার যুক্ত করা হয়েছে। এগুলো ডলবি অ্যাটমস ও হাই রেস অডিও প্রযুক্তি সংকলিত। প্যাডে ৭ হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। বাজারে ৩/৩২ জিবি স্টোরেজের ওয়াই-ফাই অনলি ট্যাবের মূল্য ১৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। ৩/৩২ জিবি ওয়াই-ফাই ও ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ১৮ হাজার থেকে ২৩ হাজার টাকার মধ্যে এবং ৪/৬৪ জিবি ওয়াই-ফাই ও ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।