ট্রিপল রিয়ার ক্যামেরাসহ বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী এ স্মার্টফোন ভারতসহ অন্যান্য দেশে গ্যালাক্সি এফ৪২ ফাইভজি নামে বাজারজাত করা হতে পারে। এসকে টেলিকমের সঙ্গে যৌথ অংশীদারির মাধ্যমে ফোনটি বাজারে এনেছে এ প্রযুক্তি জায়ান্ট।
স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫-এ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। এতে দুটি সিম ব্যবহার করা যাবে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ভি ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দেয়া হয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাথমিক হিসেবে এতে ১ দশমিক ৮ ফোকাল লেংথের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এরপর ২ দশমিক ২ ফোকাল লেংথের ৫ মেগাপিক্সেলের সেকন্ডারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের টারশিয়ারি সেন্সরের ক্যামেরা দেয়া হয়েছে। ফোনের সম্মুখে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫ স্মার্টফোনে শক্তিশালী ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও যুক্ত করা হয়েছে।
বাজারে কালো, সাদা ও নীল তিন রঙে স্মার্টফোনটি কেনা যাবে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৫০০ টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে।