চলতি মাসের শুরুতেই ভিভো এক্স৭০ সিরিজের তিনটি ফোন চীনে আত্মপ্রকাশ করেছিল। এই সিরিজের প্রো ও প্লাস মডেলে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ভিভো এক্স৭০ সিরিজের ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ভিভো এই ফোন দুটির পাশাপাশি ওয়্যারলেস ফ্ল্যাশচার্জ ৫০ওয়াট চার্জারও লঞ্চ করেছে।
ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি স্পেসিফিকেশন, ফিচার
ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি আল্ট্রা এইচডি ( ১,৪৪০ x ৩,২০০ পিক্সেল) ই৫ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে পাওয়া যাবে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে অ্যাড্রনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১২ কাস্টম ওএস-এ চলবে।
ফটো ও ভিডিওর জন্য ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ফোনেও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৫৭ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও মাইক্রো-গিম্বল স্টেবিলাইজেশন সহ ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (এফ/১.৬ অ্যাপারচার)। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে পাওয়া যাবে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৫৫ ওয়াট ওয়্যার্ড ফ্লাশ চার্জ ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের ওজন ২১৩ গ্রাম।