সদ্য বাজারে আসা অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এর চমত্কার দিক হলো এতে সংযুক্ত হওয়া ফাস্ট চার্জার, যা ৪৫ মিনিটের মধ্যে ৮০ শতাংশ চার্জ দিতে সক্ষম। তবে কোনো ক্রেতা যদি নতুন অ্যাপল ওয়াচের সঙ্গে সঙ্গে নতুন চার্জার না নেয়, তাহলে ঝামেলায় পড়তে হবে। পুরনো চার্জারে কাজ করলেও এতে অনেক সময় লাগবে। অ্যাপল এরই মধ্যে তাদের প্লাটফর্মে পুরনো চার্জার বিক্রি বন্ধ করে দিয়েছে। অবশ্য অ্যামাজনের মতো অনেক রিটেইল প্লাটফর্মে এখনো পুরনো চার্জার পাওয়া যাচ্ছে। তবে অ্যামাজনের পরামর্শ নতুন ওয়াচ সিরিজ ৭-এ গ্রাহকরা যেন তাদের নতুন ২০ ওয়াটের ইউএসবি-সি চার্জার ব্যবহার করে।
যাদের কাছে পুরনো অ্যাপল ওয়াচ রয়েছে, তা চার্জিংয়ে আবার ফাস্ট চার্জিং প্রযুক্তি কাজে আসবে না। অ্যাপল এক বিবৃতিতে জানায়, অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এর ক্ষেত্রেই কেবল ফাস্ট চার্জিং প্রযুক্তি সংগতিপূর্ণ। অন্যান্য মডেলের ওয়াচে যদি তা ব্যবহার করা হয়, তাহলে তা চার্জিংয়ে স্বাভাবিক সময় নেবে।