২০১৯ সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট ফাস্ট চার্জিং প্রযুক্তি বাজারে আনার ঘোষণা দেয় চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি। এখন পর্যন্ত বাজারে এ প্রযুক্তির কোনো স্মার্টফোন উন্মুক্ত করেনি প্রতিষ্ঠানটি। তবে আগামী বছর এ প্রযুক্তিসংবলিত প্রথম স্মার্টফোন বাজারজাত করার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
জিএসএমঅ্যারেনার কাছে দেয়া এক সাক্ষাৎকারে রিয়েলমির ভিপি এবং ইন্ডিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ এ তথ্য প্রকাশ করেন। ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ এ স্মার্টফোন বাজারে আনা হবে বলে জানা গেছে।
পাশাপাশি তিনি রিয়েলমি জিটি সিরিজের অধীনে আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারজাত করার ব্যাপারেও জানিয়েছেন। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
রিয়েলমির ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট ফাস্ট চার্জিং প্রযুক্তি মাত্র ৩ মিনিটে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির ৩৩ শতাংশ চার্জ করতে সক্ষম বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এ গতিতে চার্জ দিতে রিয়েলমি তিন ধরনের চার্জিং পদ্ধতি ব্যবহার করছে বলে জানা গেছে। এ তিন পদ্ধতি প্রতিনিয়ত ভোল্টেজ স্টেপ ডাউনের মাধ্যমে চার্জিং ক্ষমতা বাড়াতে থাকে এবং ফোনের তাপমাত্রা কমিয়ে দেয়। প্রতিষ্ঠানটির দাবি, পুরো চার্জিং প্রক্রিয়াটি কুলিংয়ের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি নতুন চার্জিং সিস্টেম একটি ফ্লিপ-চিপ কাঠামো গ্রহণ করে, যা টাইপ সি পোর্টের মধ্যকার পথকে ছোট ও তাপের উৎস হ্রাস করে।