স্মার্টফোনের বিকল্প হিসেবে স্মার্ট সানগ্লাস আনছে টিসিএল। এই গ্লাস দিয়ে ফোনের অনেক কাজই করা যাবে। যেমন-অনলাইনে সংবাদ পড়া, ফোনের মেসেজ দেখা, কল করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন দেখাসহ নানা কাজে সহায়ক হবে এই গ্লাস।
টিসিএল-এর স্মার্ট গ্লাসের নাম দেয়া হয়েছে থান্ডারবার্ড । এতে অ্যালগোরিদম ব্যবহারা হয়েছে। ফলে নিজে নিজেই অনেক কাজ ব্যবহারকারীর হয়ে করতে পারবে।
স্মার্টগ্লাসটি হবে সম্পূর্ণ রঙিন কাচের। এতে থাকবে বিল্টইন ক্যামেরা। যা চোখের পলকে ছবি তুলবে, ভিডিও করবে। এসব ছবি ও ভিডিও চাইলে তাৎক্ষণিকভাবে স্মার্টফোন ট্রান্সফার করা যাবে।
অত্যাধুনিক ডিজাইনের এই গ্লাস সম্পূর্ণ টাচ কন্ট্রোলড। এই গ্লাস কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি টিসিএল।