ভিন্ন ডিজাইনে নতুন একটি স্মার্টফোনের উৎপাদন ও বিক্রির প্যাটেন্ট আবেদন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি। নতুন এ স্মার্টফোনে কার্ভড ডিসপ্লে ও ডেডিকেটেড পেরিস্কোপিক টেলিফটো জুম ক্যামেরা থাকতে পারে। যেটি ব্যবহারকারীদের ম্যাগনিফিকেশন ফিচার ব্যবহারের সুবিধা দেবে। খবর গিজমোচায়না।
লেটসগোডিজিটাল প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনের প্রযুক্তি জায়ান্টটি দ্য হগ ইন্টারন্যাশনাল ডিজাইন সিস্টেম এবং দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস বরাবর এ প্যাটেন্ট আবেদন করেছে। প্যাটেন্ট ডিজাইনের তথ্যানুযায়ী, স্মার্টফোনটিতে রাউন্ডেড কর্নার ও কার্ভড ডিসপ্লে দেয়া হয়েছে। ডিভাইসটির ওপরে ও নিচে সরু বেজেল রয়েছে। এছাড়াও ডিসপ্লের বাম দিকে পাঞ্চহোল সেলফি ক্যামেরা দেয়া হয়েছে।
স্মার্টফোনটির পেছনে ভিন্নধর্মী ক্যামেরা মডিউল দেয়া হয়েছে। মডিউলে তিনটি ইমেজ সেন্সর রয়েছে। প্রাথমিক সেন্সরটি ফোনের সব থেকে বড় লেন্স। ক্যামেরা মডিউলের একবারে ওপরে এ সেন্সর বসানো হয়েছে। প্রাইমারি ক্যামেরাটি মূলত অত্যাধুনিক ইমেজ সেন্সর সংবলিত হবে। অন্যদিকে নিচের ক্যামেরায় পেরিস্কোপিক টেলিফটো লেন্স ব্যবহার করা হবে। যেটি ব্যবহারকারীদের ডিজিটাল ও অপটিক্যাল ম্যাগনিফিকেশন ফিচার ব্যবহারের সুযোগ দেবে।
নতুন স্মার্টফোনটির ডিজাইন একেবারেই আলাদা। কারণ স্মার্টফোনটির পেছনের সিংহভাগ জায়গাজুড়ে ক্যামেরা মডিউল রয়েছে। এসব তথ্য ব্যতীত নতুন স্মার্টফোন-সংক্রান্ত আর কোনো তথ্য জানা যায়নি।