চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমির প্রথম ট্যাবলেট যা গত সেপ্টেম্বরে চালু হয়েছিল। এই ডিভাইসে ১০.৪ ইঞ্চি WUXGA+ (২,০০০×১,২০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮২.৫%। এতে ডার্ক মোড, নাইট মোড এবং সানলাইট মোডের সুবিধা বিদ্যমান, যেখানে অডিও আউটপুটের জন্য ডলবি অ্যাটমোস সাপোর্ট সহ চার-স্পিকার সেটআপ রয়েছে। আবার রিয়েলমি প্যাড মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট এবং ৭,১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
এই রিয়েলমি প্যাডের লুক বেশ নজরকাড়া! অ্যাপল-এর লেটেস্ট আই প্যাড প্রো মডেলে যেমন চ্যামফার্ড এজেস দেওয়া হয়েছিল, এই রিয়েলমি প্যাডেও রয়েছে ঠিক তেমনই এজেস। ট্যাবলেটের ওজন মাত্র ৪৪০ গ্রাম। পিছনে অর্থাৎ রিয়ার প্যানেলে রয়েছে একটি সিঙ্গেল লেন্স ক্যামেরা সেটআপ।
পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে রয়েছে অত্যন্ত শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। বেশ মজবুত একটি ৭,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এই ট্যাবলেটে, যা ১৮W কুইক চার্জ সাপোর্ট করে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই ট্যাবলেটের দুরন্ত ব্যাটারি ১২ ঘণ্টা লাগাতার ভিডিয়ো দেখার অভিজ্ঞতা এবং ৬৫ দিনেক স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। এছাড়াও, এই ব্যাটারি রিভার্স চার্জিং সাপোর্ট করে।