দ্বিতীয় প্রজন্মের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) গ্লাস আনতে পারে চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রযুক্তিগত তথ্য ফাঁসকারী দল রোডেন্ট৯৫০-এর এক টুইটে বলা হয়, চলতি বছরের শেষের দিকে এ ব্যাপারে ঘোষণা দিতে পারে চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
সম্প্রতি এক টুইট বার্তায় রোডেন্ট৯৫০ জানায়, বছর শেষ হওয়ার আগে ভাঁজযোগ্য একটি স্মার্টফোন বাজারে আনার চেষ্টা করছে হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে, এ সময় নতুন ভিআর গ্লাস আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে তাদের প্রথম প্রজন্মের ভিআর নিয়ে এসেছিল ২০১৯ সালে। তাদের দ্বিতীয় প্রজন্মের ভিআর ৬ ডিওএফ গেম সেটটি গ্লাসটি সেই নকশায় তৈরি হতে পারে। তবে এবার ট্র্যাকিংয়ের জন্য দুটি ক্যামেরা যোগ করা হয়েছে গ্যাজেটটিতে। ওকুলাস কোয়েস্টের মতোই নতুন ভিআর গ্লাসে গুগল ডেড্রিম আপগ্রেড করা হয়েছে। দুটি বাটনের সঙ্গে এতে যোগ হয়েছে একটি জয়স্টিক।
হুয়াওয়ের প্রথম প্রজন্মের ভিআর এসেছিল স্কিগ্লাসসহ। ৩২০০ী১৬০০ রেজল্যুশনের দ্বৈত এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এতে যার পরিমাপ ছিল ২ দশমিক ১ ইঞ্চি এবং এর রিফ্রেশ হার ছিল ৯০ হার্টজ। ১৬৬ গ্রামের গ্যাজেটটিতে কোনো অভ্যন্তরীণ ব্যাটারি ছিল না। যারা চশমা পরেন, তাদের জন্য গ্যাজেটটিতে ছিল দুটি ডায়োপার ডায়াল। গ্যাজেটটি কবে মুক্তি পাবে এমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বছর শেষ হওয়ার আগে এটি বাজারে আসতে পারে।
২০২০ সালের অক্টোবরে উন্নত বৈশিষ্ট্যের একটি ভিআর গ্লাস আনার ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। সে বছর ডিসেম্বর নাগাদ গ্যাজেটটি ডেভেলপারদের হাতে পৌঁছবে এবং ২০২১ সালের এপ্রিলে বিক্রির জন্য বাজারে আসতে পারে বলে জানিয়েছিল চীনা কোম্পানিটি।