দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের নতুন ট্যাব নিয়ে কাজ করছে এ খবর পুরনো। সম্ভবত ২০২২ সালের শুরুতে বাজারে আসবে প্রতিষ্ঠানটির নতুন ট্যাব গ্যালাক্সি ট্যাব-৮ ও গ্যালাক্সি ট্যাব-৮ প্লাস। এরই মধ্যে ফাঁস হয়েছে ডিভাইস দুটির রেন্ডার। পাশাপাশি সামনে এসেছে গ্যালাক্সি ট্যাব-৮ আল্ট্রার রেন্ডারও। ট্যাবগুলোর ডিজাইন অতীতের মতো হলেও স্পেসিফিকেশনে থাকবে পার্থক্য।
গ্যালাক্সি ট্যাব-৮ আল্ট্রা নামে স্যামসাংয়ের প্রিমিয়াম এ ট্যাবলেটে থাকবে ১৪ দশমিক ৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে। এর চারপাশে থাকবে স্লিম বেজেল। ট্যাব-৮ ও ট্যাব-৮ প্লাসে থাকবে ১১ ও ১২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে। ট্যাবগুলোর মূল আকর্ষণ নচ। স্যামসাং তাদের ট্যাবের ডান পাশে নচ রাখছে। ডিজাইনটি করা হয়েছে সেলফি ক্যামেরাসহ। সঙ্গে থাকছে ইয়ার স্পিকার। কিন্তু বিড়ম্বনা অন্য জায়গায়। স্যামসাং তাদের নতুন এ ডিভাইসে দিচ্ছে না কোনো অডিও জ্যাক। অর্থাৎ প্রতিষ্ঠানটি তার আগের ট্যাবগুলোতে ৩ দশমিক ৫ মিলিমিটারের যে হেডফোন জ্যাক ব্যবহার করেছিল, নতুনটিতে তা থাকছে না।
গ্যালাক্সি ট্যাব-৮ আল্ট্রার ডিসপ্লে রেজল্যুশন থাকছে ২৯৬০X১৮৪৮ পিক্সেলের, এর রিফ্রেশ রেট ২৪০ পিপিআই ১২০ হার্টজ। গুজব আছে, স্যামসাংয়ের নতুন এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৯৮ এসওসি প্রসেসর। থাকবে ৮জিবি ১২৮ জিবি ও ১২ জিবি ও ৫১২জিবি র্যাম ও স্টোরেজ সুবিধা। ডুয়াল ক্যামেরা সিস্টেমে থাকতে পারে যথাক্রমে ১৩ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকছে ৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি ফিচার ক্যামেরা।
তবে ডিভাইসটিতে পিল শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে। এতে থাকবে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ। এস-পেনের জন্য ক্যামেরা মডিউলের নিচে ম্যাগনেটিক স্ট্রিপ দেয়া হয়েছে। ডিভাইসটি বাজারে আসতে পারে কোয়াড স্পিকারসহ। থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটিতে ১১ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দাম কত হতে পারে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।