আলফা সেভেন ৩ সিরিজের সফলতার পর এবার বাজারে নতুন হাইব্রিড ক্যামেরা নিয়ে এসেছে জাপানের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান সনি। আলফা সেভেন ফোর নামে এটি বাজারে আনা হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ ফ্রেমে ছবি ধারণ করা যাবে। সেই সঙ্গে এতে ৩৩ মেগাপিক্সেলের ব্যাকসাইড ইলুমিনেটেড (বিএসআই) সেন্সর দেয়া হয়েছে।
জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির দাবি, তাদের নতুন এ ক্যামেরাটি শীর্ষ মানের ছবি তুলতে সক্ষম এবং এটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অটোফোকাস প্রযুক্তি ব্যবহার করে থাকে।
আলফা সেভেন ফোর ট্রু হাইব্রিড ক্যামেরার সেন্সরে ৯৪ শতাংশ কভারেজের জন্য ৭৫৯টি ফেস-ডিকেশন অটোফোকাস পয়েন্ট রয়েছে। এছাড়া মানুষ, প্রাণী ও পাখির ছবি তুলতে এতে রিয়েল টাইম আই-অটোফোকাস ব্যবহার করা হয়েছে। ক্যামেরার আইবিআইএস ব্যবস্থা আগের চেয়ে উন্নত করা হয়েছে, ফলে ছবি বা ভিডিও ধারণে এ ক্যামেরা থেকে ৫ দশমিক ৫ স্টপস ইমেজ স্থিতিশীলতা পাওয়া যাবে।
ইভি-৪-এর মতো স্বল্প আলোতেও ক্যামেরাটির সিঙ্গেল এরিয়া অটোফোকাস অ্যালগরিদমগুলোয় (এএফ-এস) মোডে স্পষ্ট ছবি পাওয়া যাবে। এতে ৩ দশমিক ৬৮ মিলিয়ন ডট ওলেড ভিউফাইন্ডার ব্যবহার করা হয়েছে, যা ছবি বা ভিডিওতে ৬০ এবং ১২০ ফ্রেম রেট নির্ধারণের সুবিধা দিয়ে থাকে। ক্যামেরার ভিউফাইন্ডার এবং এলসিডি আরো উন্নত করা হয়েছে। ফলে আলফা সেভেন ফোর থেকে লাইভ ভিউ ইমেজ কোয়ালিটি পাওয়া যাবে।
নতুন ক্যামেরাটির হার্ডওয়্যার নকশাতেও পরিবর্তন এনেছে সনি। এছাড়া ক্যামেরার ডিজাইনও পরিবর্তন করা হয়েছে। ফলে দীর্ঘ সময় ছবি তুললেও ব্যবহারকারীরা হাতে তেমন চাপ অনুভব করবেন না।
ক্যামেরাটির স্ক্রিনটি ভ্যারি অ্যাঙ্গেল টাইপের, যাকে ফ্লিপ আউট স্ক্রিনও বলা হয়। এর মাধ্যমে আগের প্রজন্মের ক্যামেরাগুলোর চেয়ে অতিরিক্ত কোণের ছবি তোলা সহজ হবে। সেন্সরের সুরক্ষায় নতুন ক্যামেরায় শাটার বন্ধের সিস্টেম রেখেছে সনি।
আলফা সেভেন ফোর ক্যামেরায় ইমেজিং এজ মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত শেয়ার ও ফাইল ট্রান্সফারের সুবিধা রাখা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে ক্যামেরাটির বাজারজাত শুরু হবে বলে জানা গেছে। এর মূল্য হতে পারে আড়াই হাজার ডলার। ২৮-৭০ মিলিমিটার লেন্সসহ ক্যামেরাটির মূল্য ২ হাজার ৭০০ ডলারে দাঁড়াবে।