দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি লঞ্চ করতে চলেছে সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০আই। ফিচারে ঠাসা এই ডিভাইসকে ‘ভ্যালু ফর মানি’ ফোন বলা যায়। কারণ রিয়েলমি নারজো ৫০আই ফোনটির ফিচারের তালিকায় সামিল রয়েছে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে এবং সুপার পাওয়ার সেভিং মোড। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে।
রিয়েলমি নারজো ৫০আই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে, ৮৮.৭ % স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমির এই লেটেস্ট ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আবার অপারেটিং সিস্টেম হিসেবে এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো ভার্সনে চলবে। রিয়েলমি নারজো ৫০আই ফোনটি ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে রিয়েলমি নারজো ৫০আই ফোনে, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) এআই রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) এআই সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
রিয়ার ক্যামেরা ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি অডিও জ্যাক। সিকিউরিটির জন্য রয়েছে ফেস আনলক ফিচার।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৩ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। প্রসঙ্গত, এতে ইউজাররা সুপার পাওয়ার সেভিং মোডও পেয়ে যাবেন।