গত বছর অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে টেক প্রেমীদের নজর কেড়েছিল পোকো এফ১। এবার সামনে এল পোকো এফ১ লাইট। নতুন এই ফোনে থাকছে মিডরেঞ্জ চিপসেট।
সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চ এ পোকো এফ১ লাইট ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট দেখা গিয়েছে। গত বছর লঞ্চ হওয়া পোকো এফ১ ফোনে ছিল স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ইতিমধ্যেই পোকো এফ১ এ পৌঁছেছে অ্যান্ড্রয়েড পাই আপডেট। কবে নতুন পোকো এফ১ লাইট লঞ্চ হবে তা জানা যায়নি।
গিকবেঞ্চ ওয়েবসাইটে পোকো এফ১ লাইট ফোনে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট দেখা গিয়েছে।
স্ল্যাশলিক্স ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়। পোকো এফ১ লাইট ফোনে থাকছে ১.৬১ গিগাহার্জ প্রসেসার। থাকছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম আর ৪ গিগাবাইট র্যাম। ১৪ মার্চ এই তথ্য আপলোড হয়েছে।
গত বছর দ্রুত গতির স্মার্টফোনের প্রতিশ্রুতি ফিয়ে পোকো সাব-বত্যান্ড লঞ্চ করেছিল শাওমি। এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন পোকো এফ১ এ ছিল ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। এই ফোনে ব্যবহার হয়েছিল ৫জিবি পর্যন্ত র্যাম,২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ আর ৪হাজার এমএএইচ ব্যাটারি। কুইক চার্জ ৩ ফাস্ট চার্জিং এর মাধ্যমে জলদি এই ফোনের ব্যাটারি চার্জ হয়ে যাবে।
লঞ্চের পরে একাধিক আপডেটে পোকো এফ১ ফোনের ক্যামেরায় একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। শেষ আপডেটে এই ফোনে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও রেকর্ডিং ফিচার নিয়ে এসেছে শাওমি।