হুয়াওয়ে ফোনের ক্যামেরার ‘সুপার জুমে’ দেখিযে তাক লাগিয়ে দিয়েছে গ্যাজেট ওয়ার্ল্ড। সদ্য ফাঁস হয়েছে হুয়াওয়ের পি ৩০ প্রো ক্যামেরায় তোলা ছবি। যার জুম ক্ষমতা পেরিস্কোপ লেন্সের মত।
আগামী ২৬ মার্চ প্রথমে ফ্রান্সের ময়দানে লঞ্চ হবে হুয়াওয়ে পি ৩০ প্রো। ছবিটা যেখান থেকে ফাঁস হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, “এটি প্রি প্রোডাকশন ডিভাইস”।
যে শটের ছবি শেয়ার করা হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, সর্বশেষ জুমে তোলা ছবিতে রয়েছে একাধিক নয়েজ। কিন্তু ছবি স্পষ্ট। সাধারণ শট এবং জুম করে তোলা ছবির ক্ষেত্রে একই ধরনের আলো এবং রঙ বজায় রাখতে পারে এই ফোন।
হুয়াওয়ে নিশ্চিত করেছে তাদের আপকামিং ফোনে থাকছে পেরিস্কোপ স্টাইল ক্যামেরা লেন্স। যা দিয়ে সম্ভব সুপার জুম। অ্যান্ড্রয়েডের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে, হুয়াওয়ের বিশ্ব প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ক্লিমেন্ট ওং জানান, ফোনে থাকবে সুপার জুম সেন্সর, যা দিয়ে কম আলোতেও নিঁখুত ছবি তোলা সম্ভব।
বেশ কয়েক দিন আগে ফাঁস হয়েছিল ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন। যেখানে উল্লেখ করা হয়, ৫এক্স অপটিকাল জুম থাকবে ফোনটিতে। কিন্তু এদিকে গ্যালাক্সি এস ১০ + ফোনে এর আগেই এসে পৌছেছে ১০এক্স অপটিকাল জুম।
ওং এর বক্তব্য অনুযায়ী, পি ৩০ প্রো ক্যামেরার তৃতীয় সেন্সর হবে পেরিস্কোপ স্টাইল। তিনি নিশ্চিত করেছেন যে ফোনটিতে “সুপার-জুম” ক্ষমতা থাকবে, তবে কতটা জুম করতে পারবে তা জানান নি।
আন্দাজ করা হচ্ছে ফোনে থাকবে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনে থাকবে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে চলবে কিরিন ৯৮০ প্রসেসর।