বর্তমানে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে উন্নত প্রসেসর, গ্রাফিকসের পাশাপাশি বিভিন্ন ফিচার যুক্ত করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে গেমিং, ব্লগিং, ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ফিচারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে কুলিং প্রযুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্মার্টফোনের জন্য লুপ লিকুইড কুল প্রযুক্তি উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। খবর ব্লগ ডট এমআই।
শাওমি জানায়, মহাকাশ শিল্পে যে কুলিং প্রযুক্তি ব্যবহূত হয়ে থাকে, সেখান থেকেই শাওমি নতুন প্রযুক্তি আনার ব্যাপারে উৎসাহ পেয়েছে। লুপ লিকুইড কুল প্রযুক্তিটি ক্যাপিলারি ইফেক্ট ব্যবহার করে থাকে। এটি তরল কুলিং এজেন্টকে যেখানে তাপ উত্পন্ন হচ্ছে সেখানে নিয়ে যায়। এরপর বাষ্প প্রয়োগের মাধ্যমে অপেক্ষাকৃত শীতল স্থানে তাপ স্থানান্তর করে দেয়।
লুপ লিকুইডকুল প্রযুক্তিতে একটি বৃত্তাকার হিট পাইপ সিস্টেম রয়েছে। যেখানে একটি ইভাপোরেটর, একটি কনডেনসার, একটি রিফিল চেম্বারের পাশাপাশি গ্যাস ও লিকুইড পাইপ রয়েছে। ভ্যাপর চেম্বার (ভিসি) কুলিং সিস্টেমে গ্যাস ও লিকুইডের জন্য আলাদা চ্যানেল নেই।