চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি সম্প্রতি একটি ফোনের জন্য পেটেন্ট ফাইল করেছে, যাতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে। পেটেন্টের ডকুমেন্ট থেকে জানা গেছে, এই ফোনে ফুল স্ক্রিন ডিজাইন দেখা যাবে।
দ্যা মোবাইল হান্টের রিপোর্ট অনুযায়ী, এই Realme ফোনের বাম দিকে ভলিউম বাটন ও ডান দিকে পাওয়ার কী থাকবে। আবার ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। নীচে (বটম) পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট ও সিম স্লট। এছাড়া ফোনের উপরে ও নীচে কিছু অ্যান্টেনা লাইন পরিলক্ষিত হবে। যদিও এই ডিভাইসে ৩.৫মিমি হেডফোন জ্যাক থাকবে না।
রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটি ২০২২ সালে বাজারে আসতে পারে।
এর আগে চীনা আর এক স্মার্টফোন নির্মাতা কোম্পানি হিসাবে প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন বাজারে আনে ZTE । এরপর জনপ্রিয় দুই স্মার্টফোন ব্র্যান্ড, Samsung এবং Xiaomi যথাক্রমে Galaxy Z Fold 3 ও Mi MIX 4 ফোনে এই অদৃশ্য সেলফি ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে। তবে এই তিনটি ব্র্যান্ডের পর, আরও একটি স্মার্টফোন কোম্পানি ইন স্ক্রিন ক্যামেরা ফোন আনছে, যার নাম রিয়েলমি।