পরবর্তী টেক সামিটে উন্মোচন হতে যাচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপ। এবারের সম্মেলনটি আয়োজন হতে যাচ্ছে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে আসন্ন টেক সামিট নিয়ে একটি ব্যানার শেয়ার করা হয়েছে। সেখানে লেখা—মোর টু কাম, সুন! এছাড়া অন্য কোনো তথ্য শেয়ার করা হয়নি সেখানে।
তবে এটা স্পষ্ট, কোয়ালকমের পরবর্তী প্রজন্মের চিপ স্ন্যাপড্রাগন ৮৯৮ উন্মোচন হতে যাচ্ছে ওই টেক সামিটে। আগের মডেলগুলোর চেয়ে এ চিপের পারফরম্যান্সে ২০ শতাংশ উন্নতি হচ্ছে। সর্বোচ্চ ১০ জিবিপিএস ডাউনলোড সক্ষমতার স্ন্যাপড্রাগন এক্স৬৫ ফাইভজি মডেম থাকছে এতে।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপ নিয়ে বাজারে স্মার্টফোন আনবে শাওমি। খুব সম্ভব চলতি বছরের শেষের দিকে শাওমি ১২ ফোনটিতে এ চিপ ব্যবহার হতে পারে। শাওমি ছাড়াও হুয়াওয়ে, লেনোভো, মটোরোলা, ভিভো, অপো ও স্যামসাংয়ের মতো কোম্পানিও কোয়ালকমের নতুন চিপসেটটি নিয়ে স্মার্টফোন আনতে পারে। গিজমোচায়না