স্মার্টফোনের চিপসেট তৈরিতে দীর্ঘদিনের দ্বৈরথ ছিল মিডিয়াটেক ও কোয়ালকমের। অল্প ব্যবধানে এতদিন কোয়ালকম এগিয়ে থাকলেও এবার শীর্ষস্থান অর্জনের পথে মিডিয়াটেক। কোম্পানিটির সিইও রিক সাই জানান, বৈশ্বিকভাবে আমরা এখন স্মার্টফোনের বৃহত্তম চিপ নির্মাতা। বিশ্বের বিভিন্ন অঞ্চলেই আমাদের বাজার শেয়ার লক্ষণীয়ভাবে বেড়েছে। খবর গিজমোচায়না।
তৃতীয় প্রান্তিকে চীন ও এশিয়ায় মোবাইল ফোনের প্রসেসর বিক্রেতা প্রতিষ্ঠান মিডিয়াটেকের প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চে। চিনো নামে একটি গবেষণা ও পরামর্শক কোম্পানি জানায়, ২০২১ সালের সেপ্টেম্বরে ৮৬ লাখ ইউনিট প্রসেসর বিক্রি করে শীর্ষে ছিল কোয়ালকম। গত বছরের তুলনায় তাদের বিক্রি বেড়েছে ৫৯ দশমিক ২ শতাংশ। তবে আগস্টের তুলনায় কোয়ালকমের বিক্রি কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। একই সময়ে মিডিয়াটেকের বিক্রিতেও শ্লথগতি দেখা গেছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বিক্রি ১৭ দশমিক ৫ শতাংশ কমলেও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৮ শতাংশ। তবে প্রান্তিকওয়ারি মিডিয়াটেকের চিপ বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেছে। আইফোন ১৩ সিরিজ বাজারে আসায় তাদের এ-সিরিজের চিপগুলোর চাহিদা বেড়েছে। এতে মিডিয়াটেকের চিপের বিক্রি দ্বিতীয় প্রান্তিকের চেয়ে বেড়েছে ৩২ দশমিক ৫ শতাংশ। বছরওয়ারি বিক্রি বেড়েছে ৪৩ দশমিক ৫ শতাংশ।
চীনের বাজারে অ্যান্ড্রয়েডভিত্তিক চিপ বিক্রি কম হওয়ায় সেপ্টেম্বরের বিক্রিতে প্রভাব পড়েছে। হুয়াওয়ের হাইসিলিকনের বিক্রি গত সেপ্টেম্বরে আগস্টের চেয়ে কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ এবং আগের বছরের একই মাসের চেয়ে কমেছে ৭৪ দশমিক ৮ শতাংশ। ইউনিসকের বিক্রি মাসওয়ারি ১৯ দশমিক ১ শতাংশ কমলেও ২০২০ সালের সেপ্টেম্বরের চেয়ে বেড়েছে ১০ হাজার ২৯১ দশমিক ৩ শতাংশ।
চিনোর প্রতিবেদনে আরো দেখা যায়, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে চিপ বিক্রিতে কোয়ালকমের সঙ্গে ভালোই টেক্কা দিচ্ছে মিডিয়াটেক। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মিডিয়াটেকের চিপ বিক্রি হয়েছে ২ কোটি ৮৮ লাখ ইউনিট। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও গত বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। প্রান্তিকওয়ারি ৯ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে মোবাইল চিপের বাজারে দ্বিতীয় স্থান ছিল কোয়ালকমের।