রেডমি মোবাইলের দুটি মোবাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই ফোন দুটি হল রেডমি নোট ১০ এস এবং রেডমি নোট ১১ ৫জি নিয়ে। ফোন দুটির মূল্যের তেমন তারতম্য নেই। কোনটির ফিচার কম দেওয়া হয়নি, আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোনটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
রেডমি নোট ১০ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটিতে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩।
রেডমি নোট ১১ ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৯। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
রেডমি নোট ১০ এসঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬০.৪৬X৭৪.৫X৮.৩ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৭৮.৮ গ্রাম।
রেডমি নোট ১১ ৫জিঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৩.৬X৭৫.৮X৮.৮ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৯৫ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
রেডমি নোট ১০ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি ৭৬ ৩ইইএমসি৪। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, জল প্রতিরোধী ক্ষমতা সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
রেডমি নোট ১১ ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি ৫৭ এম সি ২। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪/৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
রেডমি নোট ১০ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড, ই আই এস, স্লো মোশন এবং ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
রেডমি নোট ১১ ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে প্যানোরামা, এইচ ডি আর, পোরট্রেইট এর সুবিধা। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
রেডমি নোট ১০ এসঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৩৫৩ টাকা।
রেডমি নোট ১১ ৫জিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬,১৯৭ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য দেখা যায়নি। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। একেক ফোনটিতে একেক সুবিধা বেশি পাওয়া যাবে। এখানে দুটি ফোনই আমার কাছে ভাল লেগেছে, আপনার পছন্দ অনুযায়ী যেকোনটি আপনি নিতে পারেন।