সেপ্টেম্বরে ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন সেন্সর উন্মুক্ত করেছিল স্যামসাং। তবে প্রতিষ্ঠানটি কোনো ফোন আনার ঘোষণা দেয়নি। স্যামসাংয়ের সেই প্রসেসর ব্যবহার করে স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। খবর গ্যাজেটস নাউ।
‘আইসোসেল এইচপি১’ নামের সেন্সরটির প্রতি পিক্সেলের আকার ০.৬৪ মাইক্রোমিটার। পিক্সেল-বিনিং প্রযুক্তির সাহায্যে পাশাপাশি ১৬টি পিক্সেল এক করে ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ছবি তুলতে পারবে সেটি।
স্যামসাং তাদের এইচপি১ সেন্সরের পিক্সেল–বিনিং প্রযুক্তির নাম দিয়েছে ‘ক্যামিলিয়ন-সেল’। ১২ দশমিক ৫ মেগাপিক্সেলে ছবি পাওয়ার পাশাপাশি চাইলে পুরো ২০০ মেগাপিক্সেলেও ছবি তোলা যাবে এতে। আর সমসাময়িক অন্যান্য স্মার্টফোনের মতো চারটি পিক্সেল এক করে তুললে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ছবি। এভাবে ভিডিও করলে এইট-কে রেজল্যুশনের ভিডিও ধারণ করা যাবে ক্যামেরায়।