অপো নিয়ে এল ব্র্যান্ডের রেনো ৭ সিরিজের বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন। তার মধ্যে রয়েছে অপো রেনো ৭ প্রো, রেনো ৭ প্রো ৫জি , রেনো ৭ এসই ৫জি। সবকটি স্মার্ট ফোনেই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। হোল পাঞ্চ ডিজাইন। সবকটি স্মার্ট ফোন আপাতত চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। বিশ্বব্যাপী কবে এই স্মার্ট ফোন সামনে আসবে সে ব্যাপারে কোন তথ্য এখনও সামনে আসেনি।রেনো ৭ প্রো সিরিজে স্মার্ট ফোনের বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
ডুয়েল সিমের Oppo Reno 7 5G ফোনে অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস ১১.১ কাস্টম স্কিনে চলে। এই ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 90Hz । ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি SoC প্রসেসর। অপো রেনো ৭ প্রো ৫জি দিওয়ালি এডিশন ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য অপো রেনো ৭ প্রো ৫জি-এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স,। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য অপো রেনো ৭ প্রো ৫জি-এ আছে ৬০ ওয়াট সুপারভুক ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।