সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে অপো রেনো ৭ সিরিজের স্মার্টফোন। ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজের দু’টি ফোন অপোরেনো ৭ ৫জি এবং অপো রেনো ৭ প্রো ৫জি, এই দুই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনও প্রকাশ হয়েছে অনলাইনে। একনজরে দেখে নেওয়া যাক অপো রেনো ৭ সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেলের খুঁটিনাটি।
অন্যদিকে আবার শোনা গিয়েছে ওপ্পোর নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন এবং অপোওয়াচ ফ্রি- ও লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই চারটি প্রোডাক্ট অর্থাৎ অপো রেনো ৭ সিরিজের দুটো ফোন এবং এই ইয়ারফোন ও স্মার্টওয়াচ, আগামী বছর জানুয়ারি মাসে দেশে লঞ্চ হতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, অপো রেনো ৭ প্রো ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। যদিও তিনি এই ফোনের পিছনে কয়টি ক্যামেরা দেখা যাবে তা বলেননি। উল্লেখ্য অপো রেনো ৬ প্রো ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল OmniVision প্রাইমারি সেন্সর ছিল। ফলে উত্তরসূরীতে যে বিরাট ক্যামেরা আপগ্রেড দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে GSMArena তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, অপো রেনো ৭ প্রো ফোনের মডেল নম্বর রাখা হবে PEDM00। এই ফোনটি আমেরিকার ফটোগ্রাফি কোম্পানি, Kodak-এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করা হবে। এতে ক্ল্যাসিক কোডাক ক্যামেরা ডিজাইন দেখা যাবে। আবার ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে অপো রেনো ৭ প্রো। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো ক্যামেরা ও ৩ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা। এই ফোন সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে।
এর আগে ডিজিটাল চ্যাট স্টেশন এই সিরিজের অপো রেনো ৭ ফোনের বিষয়ে জানিয়েছিলেন, এতে পাঞ্চ হোল ফ্লাট ডিসপ্লে দেখা যাবে। ফোনটি মেটাল ফ্রেম সহ আসবে। আবার পিছনে দেখা যাবে তিনটি ক্যামেরা।
অপো রেনো ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
অপো রেনো ৭ প্রো ৫জি ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-ম্যাক্স প্রসেসর থাকতে পারে এই ফোন। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও ১৩ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো ক্যামেরা ও ৩ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে।