সিন্থেটিক অ্যাপারচার রাডার (এসএআর) সেন্সরসহ বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। মটো জি৩১ নামে এটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন ডিভাইসটি চলতি বছরের শুরুতে উন্মুক্ত করা মটো জি৩০-এর অনুরূপ।
এসএআরের কাজ হচ্ছে পৃথিবীপৃষ্ঠে মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠানো ও রিসিভ করা। নির্দিষ্ট অঞ্চলের ভূমিচিত্র পরিষ্কারভাবে উপস্থাপনে এসএআর সেন্সর রাডার অ্যান্টেনার মোশন ব্যবহার করে।
নতুন মটো জি৩১ স্মার্টফোনে অন্যান্য বাজেট ফোনের মতো পানি নিরোধক পলিকার্বোনেট উপাদান ব্যবহার করা হয়েছে। এতে ৬ দশমিক ৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৪০০–১০৮০ পিক্সেল, পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই ও রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৮ দশমিক ৮ শতাংশ, আসপেক্ট রেশিও ২০:৯ ও এতে সেন্টারড পাঞ্চহোল রয়েছে।
স্মার্টফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর দেয়া হয়েছে। ৪ ও ৬ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে স্মার্টফোনটি পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে মটো জি৩১ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ ও লেনোভোর থিংকশিল্ড মোবাইল সিকিউরিটি ফিচারও রয়েছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েডের একটি ও দুই বছরের সিকিউরিটি আপডেট দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ৫০ মেগাপিক্সেল, সেকেন্ডারিতে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও সবশেষে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
ডুয়াল ন্যানোসিম ব্যবহারের পাশাপাশি একে ফোরজি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, জিপিএস, এলটিইপিপি, গ্লোনাস, এসইউপিএল, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জিং সুবিধাসহ স্মার্টফোনে অত্যাধুনিক সব সেন্সর রয়েছে। মিনারেল গ্রে, বেবি ব্লু এ দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭৩ ডলার ও ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২০০ ডলার।