গেমিংয়ের জন্য নির্দিষ্ট ট্যাবলেট নির্মাণে কাজ করছে লেনোভো। সম্প্রতি ট্যাব নির্মাণ সম্পর্কিত কিছু ছবি উইবোতে প্রকাশ পাওয়ার পর এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির লিজিওন গেমিং ব্র্যান্ডের অধীনে ট্যাবটি বাজারে আনা হতে পারে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
জিএসএম অ্যারেনায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, উইবো অ্যাকাউন্টে লেনোভো অ্যাকসেস প্রকাশিত ছবি থেকে ট্যাব সম্পর্কে কিছু সাধারণ তথ্য পাওয়া যায়। প্রথমত, ট্যাব ক্যাটাগরিতে এটি খুবই ছোট একটি ডিভাইস। আইটি হোমের তথ্যানুযায়ী এটি ৮ ইঞ্চির মতো হবে। পাশাপাশি নিয়ন্ত্রণের জন্য এতে খুব অল্প বাটন থাকতে পারে। প্রকাশিত ছবিতে ট্যাবের পেছনে লিজিওন ব্র্যান্ডের লোগো দেখা গেছে। তবে ট্যাব-সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যেহেতু শুধু গেম খেলার জন্য ট্যাবটি তৈরি করা হবে তাই সংশ্লিষ্টদের ধারণা এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ অথবা ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হতে পারে। কারণ এসব প্রসেসরে অধিক রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা যায়। লিজিওন ব্র্যান্ডের অধীনে লেনোভোর গেমিং স্মার্টফোন রয়েছে, যার সর্বশেষ সংস্করণে ৬ দশমিক ৯২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি লেনোভো লিজিওন প্লে নামে প্রতিষ্ঠানটির ৭ ইঞ্চি ডিসপ্লে, ইন-বিল্ট জয়স্টিক ও অন্যান্য বাটনযুক্ত ডিভাইস রয়েছে।
ভারতে এন্ট্রি থেকে মধ্যম দামের ক্ষেত্রে লেনোভোর অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ভালো বাজার রয়েছে। সেখানে গেমিং ট্যাব চালু করতে হলে মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক হতে হবে। কেননা ভালো প্রসেসর ও উন্নত ডিসপ্লে মূল্যবৃদ্ধির অন্যতম অনুষঙ্গ।