সাম্প্রতিক প্রান্তিকগুলোয় ফোল্ডেবল ফোন বেশ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিকভাবে এ সেগমেন্টে অনেকটা একচেটিয়া অবস্থান দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের। কিন্তু চীনের বাজারে স্থানীয় প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েরই আধিপত্য দেখা যাচ্ছে। বিশ্বের বৃহত্তম এ স্মার্টফোন বাজারে ফোল্ডেবল ফোনের ৬৪ শতাংশ শেয়ারই হুয়াওয়ের। খবর গিজমোচায়না।
সম্প্রতি প্রকাশিত আইরিসার্চ চায়নার এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ জুড়ে চীনে ফোল্ডেবল ফোনের বাজারে ৬৪ শতাংশ শেয়ার হুয়াওয়ের। বাজারে চাহিদার কথা মাথায় রেখে ২৩ ডিসেম্বর পি৫০ পকেট নামে আরেকটি ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্টটি।
হুয়াওয়ের জনপ্রিয় দুটি ফোল্ডেবল ফোন হচ্ছে হুয়াওয়ে ম্যাট এক্স২ ও হুয়াওয়ে পি৫০। ফোন দুটি অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ৩ ও গ্যালাক্সি জি ফ্লিপ-৩-এর মতো।