ইন্টেলের ১১ প্রজন্মের টাইগার লেক প্রসেসরসহ বাজারে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে আসুস। এক্সপার্টবুক বি১৪০০ নামে ভারতের বাজারে এটি উন্মোচন করা হয়েছে। ব্যবহারকারীরা ল্যাপটপটিতে এনভিডিয়ার জিফোস গ্রাফিকস কার্ডও ব্যবহার করতে পারবেন।
আসুস এক্সপার্টবুক বি১৪০০ ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ হোম বা প্রো ব্যবহার করা যাবে। এ সিরিজের ল্যাপটপে ইন্টেলের ১১ প্রজন্মের টাইগারলেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোর আইথ্রি ১১১জি৪, কোর আইফাইভ ১১৩৫জি৭ ও কোর আইসেভেন ১১৬৫জি৭ প্রসেসর ও ইন্টেলের ইউএইচডি, এক্সই গ্রাফিকসের পাশাপাশি ব্যবহারকারীরা ২ জিবি ভির্যাম-সংবলিত এনভিডিয়া জিফোর্স এমএক্স৩৩০ জিপিইউ ব্যবহার করতে পারবেন।
নতুন ল্যাপটপে ১৬ জিবি ডিডিআরফোর র্যাম ব্যবহার করা যাবে। এসও-ডিআইএমএম ব্যবহারের মাধ্যমে র্যামের পরিমাণ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আসুস এক্সপার্টবুক বি১৪০০-তে সর্বোচ্চ ১ টেরাবাইট এম.২ এনভিএমই পিসিআইই ৩.০ এসএসডি স্টোরেজ অথবা ২ টেরাবাইট পর্যন্ত ২ দশমিক ৫ ইঞ্চির ৫ হাজার ৪০০ আরপিএমের হার্ড ড্রাইভ ব্যবহার করা যাবে।
ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ১৯২০–১০৮০ পিক্সেল, আসপেক্ট রেশিও ১৬:৯, ফিল্ড অব ভিউ ১৭৮ ডিগ্রি, সর্বোচ্চ উজ্জ্বলতা ২৫০ নিটস পিক এবং এতে অ্যান্টি গ্লেয়ার কোটিংও রয়েছে। আসুসের নতুন এ বিজনেস ল্যাপটপে ৭২০ পিক্সেলের ওয়েবক্যাম, শিল্ড ও ডান পাশে মাইক্রোফোন রয়েছে। এতে এমআইএল-এসটিডি৮১০এইচ সার্টিফিকেশন রয়েছে।
নতুন আসুস এক্সপার্টবুক বি১৪০০-তে ৪২ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি এর মাধ্যমে টানা ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। ল্যাপটপটিতে আসুস কৃত্রিম বুদ্ধিমত্তার নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তিও যুক্ত করেছে। এটি ডুয়াল অ্যারে মাইক্রোফোন ব্যবহারের মাধ্যমে ভিডিও কলিংয়ের সময় পারিপার্শ্বিক শব্দের তীব্রতা কমায়।
ল্যাপটপে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.২, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ পোর্ট, একটি মাইক্রো এসডি কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, গিগাবিট আরজে-৪৫ ল্যান পোর্টসহ বেশকিছু সংযোগ সুবিধা রয়েছে। এর বাজারমূল্য ৩২ হাজার ৪৯০ রুপি।