বিজ্ঞাপনে মিথ্যাচারের জন্য চীনে ২০ হাজার ইউয়ান বা ৩ হাজার ১৪১ ডলার জরিমানার মুখোমুখি হয়েছে শাওমি। আইটিহোমের বরাতে জানা গেছে, চীনের বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গের জন্য শাওমিকে এ জরিমানা দিয়েছে সরকারের বাজার তদারকি বিভাগ। খবর গিজমোচায়না।
টিমলে রেডমি কে৩০ ফাইভজির ব্যানার অ্যাড তৈরিতে গত বছর ভুল করেছিল চীনভিত্তিক স্মার্টফোন জায়ান্টটি। ব্যানার বিজ্ঞাপনে তারা দাবি করেছিল স্মার্টফোনটিতে স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আদতে সেখানে এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে।
স্পষ্টত ব্যানারের দায়িত্বে থাকা ব্যক্তি তথ্য পুনর্যাচাই করে দেখেনি। রেডমি কে৩০ প্রো ফাইভজিতে স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল ছিল বিধায় ধরে নিয়েছিল ওই ফোনটিতেও তা ব্যবহার হয়েছে।