হুয়াক্সিং অপটোইলেকট্রনিকসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে-সংবলিত স্মার্টফোনে নতুন ক্যামেরা প্রযুক্তি স্থাপনে কাজ করছে শাওমি। আন্ডার ডিসপ্লে ক্যামেরার রেজল্যুশন আগের স্মার্টফোনগুলোর তুলনায় বেশি হবে বলে জানা গেছে। খবর গিজমোচায়না।
নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি এমআইএক্স ৪ বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু করে। ফোনটিতে ২০ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নতুন আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তির যেসব স্মার্টফোন আনা হবে সেগুলোয় ২০ মেগাপিক্সেলের বেশি রেজল্যুশনের ক্যামেরা ব্যবহার করা হতে পারে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। মাই ড্রাইভারসের তথ্যানুযায়ী সেলফির স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে ক্যামেরার রেজল্যুশন আরো উন্নত করা হবে।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা অনেক দূর এগোলেও গুণগত মানের দিক থেকে প্রচলিত সেলফি ক্যামেরার তুলনায় এখনো পিছিয়ে। তবে শাওমির নতুন প্রযুক্তি দুটির মাধ্যমে বিদ্যমান দূরত্ব ও পার্থক্য অনেকটাই কমিয়ে আনবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কোন কোন ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।