শাওমি দাবি করছে তারা বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন বাজারে এনেছে। শাওমি ১১আই হাইপার চার্জ নামের এই ফোনটিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
শাওমির নতুন এই ফোন ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। উভয় ভার্সনের স্টোরেজ ১২৮জিবি। এই মডেলে প্রথমবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা। শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে নোট ১১ (Note 11)। এই ফোনের সঙ্গে বাজারে আসছে রেডমি নোট ১১ প্রো ৫জি এবং রেডমি নোট ১১ প্রো+ ৫জি (, শাওমি ১১আই এবং শাওমি ১১আই হাইপার চার্জ ।
ডিভাইসটিতে শক্তিশালী ক্যামেরাসহ অত্যাধুনিক ফিচার রয়েছে।
এর দাম এখনো জানা যায়নি।