ইলন মাস্ক– তাকে নিয়ে প্রযুক্তি বিশ্বের আলোচনা চলে প্রতিনিয়তই। দ্ধিদীপ্ত এবং পাগলাটে স্বভাবের জন্য তিনি সবার কাছেই পরিচিত। তার সবচেয়ে বড় গুণ, তিনি দীর্ঘ ভবিষ্যতের কথা চিন্তা করে বড়সড় ঝুঁকি নেন। নতুন ঝুঁকির নাম ‘মডেল পাই’!
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাস্ক এবার টেসলা থেকে স্মার্টফোন ‘পাই’ বাজারে আনছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। মাস্ক মানেই তো নতুনত্ব ও ভিন্ন কিছু; তাই মডেল পাই নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
টেসলার এই সুপার ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। বন, পাহাড়, সাগর; যে কোনো দুর্গম এলাকায় এটি থাকবে সক্রিয়।
টেসলার এই স্মার্টফোনে থাকছে নিউরালিংক; যা চিন্তার মাধ্যমে পরিচালিত হবে। নিউরালিংক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিস্কের সংযোগ ঘটানো সম্ভব হবে। অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, ছুঁয়েও দেখতে হবে না।
বলা হচ্ছে, টেসলার গাড়ির সব ধরনের ফিচারও এই ফোনে ব্যবহার করা যাবে পূর্ণ স্বাধীনতায়। অ্যাপলের ফোনে নিরাপত্তাজনিত কারণে ফোনের অ্যাপে ফিচারগুলো পুরোমাত্রায় উপভোগ করা যেত না। গাড়ির সঙ্গে সংযোগই শেষ না, মাস্কের আরেক উদ্যোগ।
একটি ফোরকে লেভেল ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে এই ফোনে। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। ফোনটির দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার।