ফলস্টার ৩-এর সফলতার অংশ হিসেবে উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ এনেছে স্কাগেন। ফলস্টার জেন ৬ নামের স্মার্টওয়াচটিতে স্ন্যাপড্রাগনের ওয়্যার ৪১০০ প্লাস চিপ ব্যবহার করা হয়েছে। ফলস্টার জেন ৩ ফসিল জেন ৫-এর সমতুল্য।
স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ প্লাস প্রসেসরের পাশাপাশি ফলস্টার জেন ৬ স্মার্টওয়াচে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪১৬–৪১৬ রেজল্যুশনের ১ দশমিক ২৮ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। স্মার্টওয়াচটির ডিসপ্লেতে দুটি ফিজিক্যাল বাটন ও একটি ডিজিটাল ক্রাউন রয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ওয়্যারওএস২ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে ফলস্টার জেন ৬-এ ওএস ৩ আপডেট দেয়া হতে পারে।
নতুন স্মার্টওয়াচটি ৫ এটিএম বা ৫০ মিটার গভীর পর্যন্ত পানির চাপ সহনীয় ক্ষমতাসম্পন্ন। কিছুু রিভিউয়ের তথ্যানুযায়ী স্মার্টওয়াচটির জিপিএস, স্লিপ ট্র্যাকিং, হার্টরেট সেন্সর সঠিক নয় বলে জানানো হয়েছে। সেন্সর হিসেবে এতে এক্সিলারোমিটার, আল্টিমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, কম্পাস, জায়রোস্কোপ, অফ-বডি আইআর, পিপিজি হার্টরেট ও ব্লাড অক্সিজেন মিটার (এসপিও২) রয়েছে।
স্কাগেন ফলস্টার জেন ৬ স্মার্টওয়াচে ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। ব্যবহারের ভিত্তিতে এটি ২৪ ঘণ্টা বা তার বেশি ব্যাকআপ দিতে সক্ষম। মাত্র আধা ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ দেয়া সম্ভব। ওয়াচটির ডিসপ্লে সবসময় চালু থাকবে। ফিটনেস, পেমেন্ট, মিউজিক, সোস্যাল নেটওয়ার্কিং, নিউজ, গেমসহ অনেক অ্যাপ রয়েছে।
নতুন স্মার্টওয়াচটির মাধ্যমে ব্যবহারকারীরা সারা দিন ফোনকল, মেসেজের পাশাপাশি বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন দেখতে পারবেন। স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কিংবা কাছে না থাকলেও ফোনকল রিসিভ ও ব্যাক করা যাবে। ব্যাটারি অপ্টিমাইজেশনের জন্য এতে স্মার্ট ব্যাটারি মোডও রয়েছে। প্রিলোডেড হিসেবে ওয়াচটিতে ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, গুগল ফিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ, গুগল পে, প্লে-স্টোর, স্পটিফাইসহ বেশকিছু অ্যাপ রয়েছে।
স্কাগেন জানায়, এখন থেকে গ্রাহকরা ফলস্টার জেন ৬ স্মার্টওয়াচ কেনার জন্য অর্ডার করতে পারবেন। চলতি মাসের শেষে প্রথম ধাপের চালান সরবরাহ করা হবে। ইউরোপ, জাপান ও যুক্তরাজ্যের বাজারে ২৯৫ ডলারে স্মার্টওয়াচটি কেনা যাবে।