ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাজারে যে চীনা ব্র্যান্ডের দাপট দেখা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোয় তা স্পষ্ট হয়ে উঠেছে। নিজস্ব সাশ্রয়ী ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন নিয়ে এলেও স্থানীয় কিংবা অন্য কোনো বাজারে তেমন শক্তিশালী অবস্থান করতে পারছে না ভারতীয় ব্র্যান্ড।
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে ৯৯ শতাংশ সম্প্রসারিত হয়েছে চীনা ব্র্যান্ড। ২০১৫ সালে ভারতীয় ব্র্যান্ডের দখলে ছিল সেলফোনের ৬৮ শতাংশ বাজার শেয়ার এবং চীনা ব্র্যান্ডের দখলে ছিল মাত্র ৩২ শতাংশ বাজার শেয়ার। বর্তমানে বাজারমূল্যের দিক থেকে ভারতের সেলফোন বাজারের ৬৫ শতাংশ চীনা ব্র্যান্ডের দখলে। লাভা ও মাইক্রোম্যাক্সের মতো ভারতীয় সেলফোন কোম্পানিরই যে বাজার শেয়ার কমেছে এমন নয়, চীনা ব্র্যান্ডের বাইরে অন্য বিদেশী ব্র্যান্ডেরও বাজার শেয়ার কমেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এক বছরের ব্যবধানে ভারতের বাজারে স্যামসাংয়ের শেয়ার ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। চীনা ব্র্যান্ডের পাশাপাশি অ্যাপলের চ্যালেঞ্জের মুখে স্যামসাংয়ের বাজার শেয়ার কমেছে। ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অ্যাপলের দখল ৪৫ শতাংশ।
ভারতের সেলফোন বাজারে সর্বোচ্চ বাজার শেয়ার ছিল শাওমির। কিছুটা কমলেও মাঝারি থেকে উচ্চমূল্যের ফোন দিয়ে দ্বিতীয় স্থান স্যামসাংয়ের। রিয়েলমি ও ওয়ানপ্লাসের মতো চীনা ব্র্যান্ডের চাঙ্গা বিক্রি স্থানীয় ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
ভারতের মতো দ্রুত সম্প্রসারণশীল বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে উচ্চমূল্যের স্মার্টফোন থেকে সাশ্রয়ী ফোন নিয়ে আসছে চীনা কোম্পানিগুলো। এমনকি বাজার ধরতে বড় অংকের লোকসানও গুনছে তারা।২০২০ অর্থবছরে ভারতের বাজারে ২ হাজার কোটি রুপি লোকসান করেছে অপো। অন্যদিকে ভিভোর লোকসান হয়েছে ৩০০ কোটি রুপি।
মহামারীর ফলে মানুষের অনলাইনে কেনাকাটার অভ্যাস গড়ে ওঠায় উপকৃত হয়েছে চীনা কোম্পানিগুলো। সাম্প্রতিক বছরগুলোয় চীনা ব্র্যান্ডগুলোর অনলাইন বিক্রি বেড়েছে। ভারত চীনের ভূরাজনৈতিক বিরোধ সত্ত্বেও স্থানীয় ব্র্যান্ডগুলোর বিক্রি তেমন চাঙ্গা করা যায়নি। দেশের বিভিন্ন প্রান্তে খাপছাড়াভাবে চীনা পণ্য বয়কট হলেও সার্বিক বাজারে তেমন প্রভাব পড়েনি।
টেক আর্কের স্মার্টফোন ট্রেন্ডস রিপোর্ট প্রতিবেদনে বলা হয়, কিছু গ্রাহক সাময়িকভাবে চীনা ব্র্যান্ড বয়কট করলেও ভোক্তাদের কাছে লক্ষণীয় বিকল্প পায়নি তারা।