ভারতে এখনো ৫জি পরিষেবা শুরু করেনি জিও। এর মধ্যেই ৬জি নিয়ে কাজ শুরু করে দিয়েছে সংস্থাটি। জিও-র সহযোগী প্রতিষ্ঠান এস্তোনিয়া ৬জি প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে। এই প্রকল্পে ওলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রিত হয়ে কাজ করছে তারা। তবে সংস্থার তরফ থেকে এ প্রসঙ্গে এখনো খুব একটা জানানো হয়নি।
জিও-এর ৬জি এসে গেলে তা ৫জি থেকে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন হবে। এ কারণে উৎপাদন, প্রতিরক্ষা এবং শিল্প ক্ষেত্রে প্রভাব পড়বে। নেটওয়ার্কটি ৫জির সঙ্গেই উপস্থিত থাকবে।
জানা যাচ্ছে, ৫জি থেকে ৬জির গতি হতে পারে ১০০ গুণ বেশি। স্যামসাং জানাচ্ছে, তার পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের গতি হবে হাজার জিবিপিএস! চীন এবং জার্মানির মতো দেশেও ৬জি নিয়ে গবেষণা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের মধ্যে বাজারে চলে আসবে ৬জি।