চীনে নতুন স্মার্টফোন জিওনি জি১৩ প্রো লঞ্চ করেছে জিওনি মোবাইল। শুধুমাত্র চীনে মুক্তি পাওয়া একটি স্মার্টফোন সম্পর্কে আমরা কথা বলার কারণ হলো জিওনি জি১৩ প্রো ফোনটির ডিজাইন ও সফটওয়্যার।
হুয়াওয়ে এর ফোন না হলেও জিওনি জি১৩ প্রো ফোনটি চলবে হুয়াওয়ে এর নতুন অপারেটিং সিস্টেম হারমোনিওএস দ্বারা যাতে এন্ড্রয়েড অ্যাপও চলবে। ফোনটির আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এর ডিজাইন। জিওনি জি১৩ প্রো ফোনটির ডিজাইন হুবহু অ্যাপল এর আইফোন ১৩ এর মতো দেখতে।
আইফোন ১৩ সিরিজ এর মত বিশাল ডিসপ্লে নচ থেকে শুরু করে ফ্ল্যাট সাইড ফ্রেম পর্যন্ত জিওনি জি১৩ প্রো ফোনটির ডিজাইন দেখতে একদম আইডেন্টিক্যাল। আইফোন ১৩ সিরিজের মত স্কয়ার শেপে ক্যামেরা মডিউলে ডায়গনাল ক্যামেরা ও রয়েছে জিওনি জি১৩ প্রো ফোনটিতে। কম দামে আইফোন ১৩ এর ক্লোন বলা চলে ফোনটিকে।
জিওনি জি১৩ প্রো ফোনটির আরেক আকর্ষণ এর অপারেটিং সিস্টেম। হুয়াওয়ে এর তৈরী ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, হারমোনিওএস দ্বারা চলবে ফোনটি।
ব্যবহারকারীদের কাছে সহজ ও নেক্সট-লেভেল ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম হবে হুয়াওয়ে এর এই নতুন অপারেটিং সিস্টেম। হারমোনিওএস কে হুয়াওয়ে একটি স্বাধীন অপারেটিং সিস্টেম বলে ঘোষণা করলেও হারমোনিওএস এর মধ্যে কিন্তু রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরও কিছু কোড।
চলুন জেনে নেওয়া যাক আইফোন এর মত দেখতে এই হারমোনিওএস ফোন অর্থাৎ জিওনি জি১৩ প্রো এর স্পেসিফিকেশন, ফিচার, দাম ও কোথায় পাওয়া যাবে, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
জিওনি জি১৩ প্রো ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.২৬ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০ x ১৬০০পি। ১৯৫গ্রাম ওজনের এই ফোনটির ডিসপ্লের এসপেক্ট রেশিও ১৯ঃ৯ ও স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় ৯০%।
জিওনি জি১৩ প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক এর টাইগার টি৩১০ প্রসেসর। ফোনটিতে হারমোনিওএস প্রি-ইন্সটলড অপারেটিং সিস্টেম হিসেবে দেখা মিলবে ও হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) ইকোসিস্টেম সম্পূর্ণরুপে সাপোর্ট করবে ফোনটি।
জিওনি জি১৩ প্রো ফোনটিতে রয়েছে ৪জিবি র্যাম। ৩২জিবি ও ১২৮জিবি স্টোরেজ এর দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি, যেখানে র্যাম একই থাকবে। ইউএসবি-সি চার্জিং পোর্ট রয়েছে ফোনটিতে। ৩,৫০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে জিওনি জি১৩ প্রো ফোনটিতে।