গ্যালাক্সি এ সিরিজের সব সংস্করণই চলতি বছর বাজারে আনছে স্যামসাং। এরই মধ্যে গত মাসে গ্যালাক্সি এ১০, এ৩০ ও এ৫০ উন্মোচন করেছে। সপ্তাহ খানেক আগে রাশিয়ার বাজারে অনেকটা নীরবেই গ্যালাক্সি এ২০-এর আবির্ভাব হয়েছে। আরো কিছু হ্যান্ডসেট বাজারে আসার অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই দুটির দেখা মিলবে।
চীনের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে টিইএনএএর ডাটাবেজে এরই মধ্যে গ্যালাক্সি এ৬০ ও গ্যালাক্সি এ৭০-এর ছবি দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণ সংস্থাটির অনুমোদন পাওয়া গেলেই তা বিক্রি শুরু হবে।
গ্যালাক্সি এ৬০-এ যেসব ফিচার থাকছে, তার মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। তথ্য সংরক্ষণের জন্য থাকছে ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন। এ সিরিজের অন্যান্য সেটে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি নচ থাকলেও এ৬০ ডিভাইসটিতে এর পরিবর্তে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির ইনফিনিটি-ও ডিসপ্লে। পেছনের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরযুক্ত তিনটি ক্যামেরা থাকছে। ডিভাইসটিতে ৩ হাজার ৪১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।
গ্যালাক্সি এ৭০ সংস্করণটিও এ মুহূর্তে বাজারে আসার জন্য প্রস্তুত। ডিভাইসটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি ইনফিনিটি-ইউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে ওয়াটারড্রপ নচ যুক্ত করা হয়েছে। ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পেছনে তিনটি ক্যামেরা এবং ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
নতুন গ্যালাক্সি ডিভাইসগুলো উন্মোচনের জন্য আগামী ১০ এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করেছে স্যামসাং। সেখানে গ্যালাক্সি এ৬০ ও গ্যালাক্সি এ৭০ ছাড়াও বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এ৯০ আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: জিএসএমএরিনা