নতুন গুগল পিক্সেল-এ বাড়তে পারে ক্যামেরার সংখ্যা, সেই সঙ্গে নকশায়ও আসতে পারে বড় পরিবর্তন।
পিক্সেল ২ এক্সএল এবং ৩ এক্সএলসহ অন্যান্য গুগল স্মার্টফোনের পেছনে একটি ক্যামেরাই ছিল। কিন্তু বুধবার প্রযুক্তিবিষয়ক তথ্য ফাসের সাইট স্ল্যাশলিকস-এ একটি ছবি ফাস করা হয়েছে, এই ছবির সূত্রমতে নতুন পিক্সেল স্মার্টফোনের পেছনে দুটি ক্যামেরা থাকতে পারে– খবর প্রযুক্তি সাইট সিনেটের।
এযাবৎ পেছনে দুই ক্যামেরাযুক্ত আইফোন এক্সএস ও তিন ক্যামেরাযুক্ত হুয়াওয়ে পি২০ প্রো-এর মতো প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলোর সঙ্গে পাল্লা দিতে এআই এবং মেশিন লার্নিংকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল গুগল।
পিক্সেলের এই বাড়তি ক্যামেরা দিয়ে শুধু ফটোগ্রাফি নয় বরং এআর এর মতো নতুন কিছু করা যাবে।
নতুন ৪ এক্সএল-এর ফাঁস হওয়া ছবিতে গ্যালাক্সি এস১০ প্লাস এর মতো সেলফি ক্যামেরার জায়গায় ওভাল হোল-পাঞ্চ ডিসপ্ দেখা গিয়েছে।
মজার বিষয় হচ্ছে এই ছবিতে আগের মতো স্মার্টফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। এর মানে হচ্ছে এতে গ্যালাক্সি এস১০ এবং ওয়ানপ্লাস ৬টি এর মতো অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হতে পারে।