দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট’ সিরিজকে চিরতরে বিদায় জানাচ্ছে। প্রতিষ্ঠানটি ‘এস আল্ট্রা’ সিরিজ দিয়ে বাজারে টিকে থাকবে। বার্সেলোনায় শুরু হওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২’-এ ‘নোট’ সিরিজটি নিয়ে মুখ খুলেছেন স্যামসাং মোবাইল প্রধান। স্যামসাংয়ের স্মার্টফোন প্রধান রো তায়ে-মুন বলেন, গ্যালাক্সি নোট এখন আল্ট্রা হিসেবে বাজারে আসবে। খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জানা যায়, ২০২০ সালের ‘গ্যালাক্সি নোট ২০’ এবং ‘নোট ২০ আল্ট্রা’র পর ‘নোট’ সিরিজের আর কোনো ডিভাইস বাজারজাত করেনি স্যামসাং। অন্যদিকে, ২০২২ সালে উন্মোচিত গ্যালাক্সি এস২২ আল্ট্রায় উদ্ভাবন যোগ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, নাম বাদে বাকি সব দিক বিবেচনায় এস২২ আল্ট্রা আদতে একটি ‘গ্যালাক্সি নোট’।স্যামসাং বিশ্ব বাজারে পরিচিতি লাভ করে তাদের ‘গ্যালাক্সি নোট’ দিয়ে। আবার মাঝে মাঝে বিতর্কের মুখেও পড়তে হয়েছে নোট সিরিজের জন্যই।
‘গ্যালাক্সি নোট’ সিরিজ বন্ধ হয়ে গেলে আল্ট্রার মধ্যেই টিকে থাকবে ‘নোট’-এর অস্তিত্ব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।