রিয়েলমি চলতি বছরে একের পর এক নতুন ডিভাইস অনুরাগীদের উপহার দিয়ে চলেছে। গত মাসেই বাজারে পা রেখেছে রিয়েলমি ৯ প্রো সিরিজটি লঞ্চ করেছে। কিছুদিনের মধ্যেই রিয়েলমি ৯ সিরিজটিও বাজারে পা রাখতে চলেছে। আর এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে চীনা সংস্থাটি তাদের আরও একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে, যেটিতে থাকবে ওয়ানপ্লাস ফোনের মতো অ্যালার্ট স্লাইডার।
মাইস্মার্টপ্রাইস- এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, রিয়েলমি অ্যালার্ট স্লাইডার সহ তাদের একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছেন।
তিনি আরও বলেছেন যে, এই ডিভাইসটি চলতি বছরের এপ্রিল মাসেই আত্মপ্রকাশ করতে পারে।
জানিয়ে রাখি, অ্যালার্ট স্লাইডার হল একটি ফিজিক্যাল স্লাইডার যা ব্যবহারকারীদের আইফোনের মতো রিঙ্গার এবং ভাইব্রেট মোডের মধ্যে সুইচগুলি পরিবর্তন করতে দেয়। অ্যান্ড্রয়েড স্পেসে, এই ফিচারটি ওয়ানপ্লাসের দ্বারা জনপ্রিয় করা হয়েছে এবং এটি সংস্থার প্রায় সমস্ত স্মার্টফোনেই দেখতে পাওয়া যায়।