দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের দুটো ফোনের সঙ্গে ‘এম ‘ সিরিজের দু’টি ফোনের স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন সম্প্রতি। সেগুলি হল যথাক্রমে- স্যামসাং গ্যালাক্সি এম২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এম৩৩ । উভয় হ্যান্ডসেটেই ৬.৬ ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার স্যামসাং গ্যালাক্সি এম৩৩ মডেলে রয়েছে একটি বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনের স্পেসিফিকেশন- ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০৮×১,০৮০পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে এবং ডিসপ্লের ওপরে ডিউ-ড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে, যার মধ্যে সেলফি ক্যামেরাটি অবস্থান করছে। হ্যান্ডসেটটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত কিন্তু সংস্থা চিপসেটের নাম প্রকাশ করেনি। তবে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- এর গিকবেঞ্চ তালিকা অনুযায়ী, এই ফোনে সম্ভবত এক্সিনস ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ মডেলে রয়েছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। তিনটি রঙে বাজারে লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এম২৩ ফোনের স্পেসিফিকেশন- এই ফোনে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনের মতো একই ডিসপ্লে এবং সফটওয়্যার। এই ফোনেও একটি অক্টা-কোর প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। জানা গিয়েছে ফোনের ওজন ১৯৮ গ্রাম।