স্যামসাং, অপোর মতো মোবাইল প্রস্তুতকারী কোম্পানি এরইমধ্যে ভাঁজকরা ফোন বাজারে নিয়ে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভিভো। এপ্রিল মাসেই আসছে চীনা কোম্পানি ভিভোর প্রথম ফোল্ডেবল বা ভাঁজকরা স্মার্টফোন।
ভিভোর এই ফোনের কোডনাম ‘বাটারফ্লাই’। ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনে উন্নত সব ধরনের ফিচারই থাকতে পারে। যে কোনো ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেই কোর কম্পোনেন্ট হিসেবে যুক্ত থাকবে।
এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য ডিজাইনের একটি ছবি প্রকাশ করেছে চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। সেখানে দেখা যায়, ফোনের কভার স্ক্রিনে পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। কোয়াড ক্যামেরার সেটআপও রয়েছে
এই ফোনের পেছনের অংশে রয়েছে পেরিস্কোপ লেন্স। অপো ফাইন্ড এন ও স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এর মতো ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনেরও একই ডিজাইন থাকতে পারে।