গত বছর বাজারে এসেছিল ওয়ান প্লাস নর্ড সিই মডেল। যা বাজারে সাড়া ফেলেছিল। এবার এই সিরিজে এলো ৫জি ফোন। মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি। এটি একটি আপডেটেড মডেল। ওয়ানপ্লাস মনে করছে নর্ড সিই মডেলের মতোই নর্ড সিই ২ ৫জি মডেলটিও সাড়া ফেলবে।
ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোন ২ টি আলাদা আলাদা কনফিগারেশনে ফোনটি পাওয়া যাবে। একটি ৬ জিবি র্যাম ও ১২৮ রমে। অন্যটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে পাওয়া যাবে। উভয় মডেল বাহামা ব্লু এবং গ্রে মিরর রঙে পাওয়া যাবে।
ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো সিম। অ্যানড্রয়েড ১১ ওএস ভিত্তিক অপারেটিং সিস্টেমের সঙ্গে রয়েছে ওয়ানপ্লাসের নিজস্ব ইউজার ইন্টারফেস অক্সিজেন ওএস ১১ ভার্সন। ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪০৯ পিপিআই। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
ওয়ান প্লাস ২ ৫জি মডেলের ফোনে দেয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ চিপসেট। ছবির জন্য ফোনে ট্রিপল ক্যামেরা সেটাপ দেয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে।
ব্যাকআপের জন্য ৪৫০০ এর ব্যাটারি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই, টাইপ সি পোর্ট। গান শোনার জন্য দেয়া হয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক দেয়া হয়েছে।